হামাস-ইসরায়েল চুক্তির বাস্তবায়ন হচ্ছে আজ। গাজায় স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় কার্যকর হবে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি।
যুদ্ধবিরতির আশায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন উপত্যকাবাসী। নিজ বাড়িতে ফিরতে উদগ্রীব হয়ে আছেন লাখ লাখ বাসিন্দা। যদিও দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার ক্ষেত্রে নেতজারিম করিডোর ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।
চুক্তি অনুযায়ী এদিন স্থানীয় সময় ৪টার পর তিন নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে ৯৫ ফিলিস্তিনি বন্দী। এদের বেশিরভাগ নারী ও শিশু।
এছাড়া, গাজায় প্রবেশের অপেক্ষায় শত শত ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির পরও সীমান্তবর্তী এলাকাগুলোয় মোতায়েন থাকবে ইসরায়েলি বাহিনী। উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী সড়কেও থাকবে ইহুদি সেনাদের টহল।