ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫
আপডেট: জানুয়ারি ৭, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে তিব্বত ও আশপাশের এলাকায় অনুভূত হয় কম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, নেপালের লবুজে পর্বত থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

ভুমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।

ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসে মানুষ। ভারত, ভুটান ও বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল ৯ হাজার মানুষের। বিধ্বস্ত হয়েছিল প্রায় ১০ লাখ স্থাপনা।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram