ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:০২
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৫
আপডেট: জানুয়ারি ২, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৫

আশা জাগানিয়া কিছু প্রত্যাশা করা বড়ই কঠিন হয়ে পড়েছে : জাতিসংঘ মহাসচিব

নতুন বছর-২০২৫ উপলক্ষে প্রদত্ত এক বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘আসুন নতুন বছরকে মানবতার কল্যাণকর একটি সময়ে পরিণত করি। বলার অপেক্ষা রাখে না যে, আশা জাগানিয়া কিছু প্রত্যাশা করা বড়ই কঠিন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘দেশে দেশে চলমান যুদ্ধ অবর্ণনীয় কষ্ট দিচ্ছে, দুঃখ-দুর্দশার অন্ত নেই, অনেকে বসতভিটা হারিয়েছে। বৈষম্য এবং বিবাদ-বিভক্তি মানবতাকে বিপন্ন করেছে। পারস্পরিক আস্থা অথবা শ্রদ্ধাবোধের বালাই নেই। তবুও আমি সদস্য রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহবান রাখছি কার্বন নিঃসরণ ব্যাপকভাবে হ্রাস এবং নিশ্চিত ধ্বংসের পথ পরিহার করার জন্য। আর এজন্যেই সকলকে সবকিছু নতুনভাবে নবউদ্যমে শুরু করতে হবে।’

মহাসচিব বলেন, ‘বলতে দ্বিধা নেই যে, আমরা অসহনীয় তাপপ্রবাহের একটি দশক অতিবাহিত করলাম।’ তিনি উল্লেখ করেন, ‘গত দশকের প্রতিটি বছরই ছিল সবচেয়ে বেশি তাপপ্রবাহের। আর এর মধ্য দিয়েই জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব দৃশ্যমান হচ্ছে। এহেন অবস্থা থেকে পরিত্রাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে কালক্ষেপণের কোনোই অবকাশ নেই।’

তিনি বলেন, ‘কার্বন নিঃসরণ হ্রাসে সকলকে আন্তরিকভাবে সরব হতে হবে নিরাপদ বিশ্ব রচনার জন্য। আর এটি হচ্ছে সময়ের দাবি এবং যা করা অসম্ভব নয়।’

মহাসচিব বলেন, ‘আর্থিক সংকট লাঘবে এবং জলবায়ুর ন্যায্যতা নিয়ে লড়াইরত উন্নয়নশীল বিশ্বের সংকল্প নতুন বছরে মানবতার কল্যাণের পথকে সুগম করবে বলে আশা করছি। আর এমন সংকল্পের পথ বেয়েই মানবতার জয়গান ধ্বনিত হবে বিশ্বের প্রতিটি প্রান্তে, এ কামণা করছি।’

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram