ঢাকা
৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:১৭
প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৪
আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪
প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৪

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক, শেষকৃত্য শনিবার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম সেরা অর্থনীতিবিদ মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ৯২ বছর বয়সে মারা গেছেন। তাঁর শেষকৃত্য আগামীকাল শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে মনমোহন সিং ভারত সরকারে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ৩৩ বছর দায়িত্ব পালনের পর এ বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারত ও বিশ্বের বিভিন্ন নেতা ও নাগরিকরা মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) এক বিবৃতিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বাড়িতে হঠাৎ জ্ঞান হারানোর পরে বৃহস্পতিবার রাতে তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে, তাকে বাঁচানো যায়নি। ২৬ ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে, কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী তার ‘গুরু এবং পথনির্দেশকের’ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রাহুল গান্ধী বলেন, লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অত্যন্ত গর্বের সঙ্গে মনে রাখবেন। এ ছাড়া প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খার্গসহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বদা ‘জাতির প্রতি তাঁর সেবা, তাঁর নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং তাঁর পরম বিনয়ের’ জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া জাতির জন্য বড় ক্ষতি।

কংগ্রেস বৃহস্পতিবার ঘোষণা করেছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ সব দলীয় কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কারের এই স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বেলা ১১টায় মন্ত্রিসভা বৈঠকে বসবে৷

ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ তাঁর বাসভবন মতিলাল নেহেরু মার্গে নেওয়া হয়।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram