গাজার বিভিন্ন জায়গায় হামলার পাশাপাশি পশ্চিম তীরেও আক্রমণ করছে ইসরায়েলি বাহিনী। রোববার (১ ডিসেম্বর) জেনিনে বিমান হামলার পাশাপাশি তল্লাশি অভিযান চালায় তেলআবিব।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভয়াবহ এ হামলায় অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। তবে নিহতরা সাধারণ নাগরিক নাকি মানবাধিকার কর্মী ছিলেন এ বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।
এদিকে জেনিনে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস যোদ্ধাদের অবস্থানের অজুহাত দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।