ঢাকা
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:৫২
প্রকাশিত : অক্টোবর ৮, ২০২৪
আপডেট: অক্টোবর ৮, ২০২৪
প্রকাশিত : অক্টোবর ৮, ২০২৪

কড়া হুঁশিয়ারি দিলো পাকিস্তান

পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত রোববার রাতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনই চীনা নাগরিক। এ ছাড়া বিস্ফোরণে আহত হয়েছে চীনা নাগরিকসহ ডজন খানেক।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে পাকিস্তান। চীনা নাগরিকদের বহনকারী কনভয়ে হামলায় জড়িতদের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে দেশটি।

রোববার রাত আনুমানিক ১১টায় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ট্রাফিক সিগন্যালে এই হামলা হয়। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে হতাহতদের পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহতরা দ্রুত যেন সুস্থ হয়ে উঠেন তার প্রার্থনা করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসবাদের এই জঘন্য কাজ শুধু পাকিস্তান নয়, পাকিস্তান-চীনের স্থায়ী বন্ধুত্বের ওপরও আক্রমণ। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই নৃশংস ঘটনার অপরাধীরা পাকিস্তানি হতে পারে না বরং তারা পাকিস্তানের শপথকারী শত্রু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তাৎক্ষণিক তদন্ত চলছে।

এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠী চীনা নাগরিকদের লোকদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram