দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ইসরায়েলি ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এক বিবৃতিতে সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, নিহতেরা হলেন ইয়াগেভ বুচশতাব, আলেকজান্ডার ড্যান্সিগ, আব্রাহাম মুন্ডার, ইওরাম মেটজগার, নাদাভ পপলওয়েল এবং চেইম পেরি। তাদের পরিবারকে ইতোমধ্যে জানানো হয়েছে।
হোস্টেজ ফ্যামিলি ফোরাম নামের একটি সংগঠন, যেটি বেশিরভাগ জিম্মি পরিবারের প্রতিনিধিত্ব করে, খবরটি নিশ্চিত করেছে। তবে হামাসের সাথে জিম্মি মুক্তির চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
হোস্টেজ ফ্যামিলি ফোরাম এক বিবৃতিতে জানায়, বাকী ১০৯ জিম্মিকে অবিলম্বে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করতে হবে। মধ্যস্থতাকারীদের সহায়তায় ইসরায়েলি সরকারকে খুব দ্রুত আলোচনার টেবিলে বসা উচিত।