সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী মেজবা শরীফ অনেক দিন ধরে আইন পেশার পাশাপাশি গান এবং মডেলিং করে যাচ্ছিলেন। এবার তিনি ফয়সাল রাব্বিকীন এর কথায় এবং রিজওয়ান শেখেের সুুর-সঙ্গীতে "এই পৃথিবী" শিরোনামের একটি গান বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশ করলেন।
গানটি মিউজিক ভিডিও সহ রিলিজ হয়েছে। মিউজিক ভিডিওতে মেজবার সাথে অভিনয় করেছেন চিত্রনায়িকা সারা জেরিন। কোরিওগ্রাফিতে ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন। ভিডিও পরিচালনায় ছিলেন আসাদুজ্জমান আজাদ।
এছাড়াও অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিডি চয়েস’, ‘ঈগল মিউজিক’, ‘সঙ্গীতাসহ বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে তার গাওয়া গান। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- গীতিকার কবীর বকুলের কথায় ‘নিশ্বাসে বিশ্বাসে’ সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা, অনুরূপ আইচের কথায় ‘আমি তোমার মন’ সাথে গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি, ‘ঝরছে বৃষ্টি’ এবং ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’, সালাহউদ্দিন সাগরের কথা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান ‘প্রিয়া’। হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন- ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এস কে সাগর সানের কথা ও সুরে ‘ভালোবাসি’, বাধন রাজের কথা ও সুরে ‘কত সুখে আছি আমি’, সালাহ উদ্দীন সাগরের কথা এবং আহমেদ সজীবের সুরে ‘বোঝেনা সে বোঝেনা’, এম আই মাসুমের কথা এবং সুর সঙ্গীতে ‘শুধু আমার’, আখি চৌধুরীর কথা এবং মিলন খানের সুর সঙ্গীতে ‘প্রেম’।
তাছাড়াও মেজবার নিজের কথা ও সুরে ‘একটু শোন’ ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’, ‘ইশারা’ ইত্যাদি। পাশাপাশি ‘রহস্যঘেরা প্রীয়তমা’ নামক একটি ওয়েবফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।