ঢাকা
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:০৩
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৫
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৫

ভারতে বড় দায়িত্ব পেলেন সোহানা সাবা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটির জন্য ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন সোহানা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন এ অভিনেত্রী।

শুক্রবার (১৭ জানুয়ারি) জয়পুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সোহানা সাবা।

অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে সোহানা সাবা লেখেন,

‘জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর “জুরি” হিসেবে দায়িত্ব পালন করেছি আমি। উল্লেখ্য ২০১৪এর সিনেমা “বৃহন্নলা”তে অভিনয়ের জন্যে আমি ২০১৫তে বেস্ট একটর ইন ফিমেল রোল এওয়ার্ড পাই। তারপরের বছর থেকেই এই দায়িত্ব পালনের অনুরোধ পেয়েও “না” বলেছি অনুনয়ের সাথে। কিন্তু এবছরে অগাস্টে রাজি হই। আজ “অপেনিং এন্ড এওয়ার্ড সেরিমনি” ছিল!’

এছাড়া উৎসবের বিচারক হওয়া প্রসঙ্গে সোহানা সংবাদমাধ্যমকে ফোনে বলেন, ‘বৃহন্নলাতে অভিনয়ের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাই। এর পর থেকে প্রতিবছর এই ফেস্টিভ্যালের জুরি হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। ব্যস্ততা ও পারিপার্শ্বিক কারণে এত দিন অংশ নিতে পারিনি। গত বছর আগস্ট মাসে যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, এবার আর না করিনি।’

এবারের জয়পুর উৎসবে ৪৮টি দেশের ২৪০টি সিনেমা প্রদর্শিত হবে। তবে সেখানে নেই বাংলাদেশের কোনো সিনেমা। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি ২০ জানুয়ারি ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড উইমেন ফিল্মমেকারস শিরোনামের একটি সেমিনারে অংশ নেবেন সোহানা সাবা। সেখানে সিনেমা নিয়ে কথা বলবেন তিনি। সেমিনারে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নির্মাতা নিরা জাভেরি এবং স্পেনের নির্মাতা অ্যানটোনিও রদ্রিগেজ কাবাল।

সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন।

কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে ‘আলো আসবেই’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সবার ভূমিকা ছিল জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram