সিনেমা সফলের খবরের পাশাপাশি নিয়মিতই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি কেউই।
সেই প্রেমের ধোঁয়াশা কাটতে না কাটতেই নতুন আলোচনা তৈরি হয়েছে তাকে ঘিরে। কিছুদিন ধরেই বলিপাড়ায় জল্পনা কল্পনা চলছে লন্ডন প্রবাসী শিল্পপতি কবির বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। সেই জল্পনা এবার আরও ঘনীভূত হলো।
সম্প্রতি গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গেছেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। একটি পার্টিতে একান্ত সময় কাটাতে দেখা গেছে তাদের। কৃতির অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা।
শুধু তাই নয়, কবীর বহিয়াও সেই পার্টির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এরপর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও বরাবরের মতোই বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন কৃতি।
তিনি বলেন, 'ঘাটনা কী ঘটছে তা সময়ের ওপর ছেড়ে দিন। সঠিক সময় সঠিক খবর পাবেন।'
তবে এবারই প্রথম নয়, এর আগেও কবীরের সঙ্গে কৃতিকে দেখা গিয়েছিল। বর্ষবরণের সময় দুবহিতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাদের। সে সময় তাদের সঙ্গে ছিলেন কৃতির বোন নূপুর শ্যানন ও মহেন্দ্র সিংহ ধোনি।