যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কয়েক দফায় চলে সংঘর্ষ, হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ।
পুলিশ জানায়, যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেয়ার প্রস্তুতি চলছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ কোনো কমিটি না চাওয়ায় দুদিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিলো। রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কমিটির পক্ষের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয় কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। পরে প্রক্টর অফিসে মীমাংসার জন্য গেলে কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অপর পক্ষের উপর চড়াও হয়। এরপর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।