ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১-০ গোলে চ্যাম্পিয়ান হয়েছে। রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
সোমবার (৬ জানুয়ারি) বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগ অংশগ্রহণ করে। এ বছর সেরা খেলোয়াড় হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দলনেতা ফয়জুল্লাহ।