ইবি প্রতিনিধি: ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে ক্যাম্পাসের বটতলায় সমাবেশে করে শিক্ষার্থীরা।
মিছিলে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশ ডুবল কেনো, সরকারের কাছে জবাব চাই’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ২৪ এর পরাজিত শক্তিরাই ভারতের দোসর। ভারতে বসে দেশের বিরুদ্ধে তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে যে বন্যা হচ্ছে, এই পানি বন্যার পানি নয়। এটা ষড়যন্ত্রের পানি, আমার সংগ্রামী ভাইদের হত্যা করার পানি। ভারতকে বলবো আপনারা বাংলাদেশকে আপনাদের শত্রু হিসেবে পরিণত করবেন না। এর পরিণাম ভালো হবে না।
তারা আরও বলেন, আমরা স্বৈরাচারের পতনের জন্য যেভাবে গণভবন অভিমুখে লংমার্চ করেছিলাম, প্রয়োজনে বাঁধ অভিমুখে লংমার্চ করা হবে। আন্তর্জাতিক আইনে বাঁধ পরিচালনায় বাধ্য করবো। ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে ছাত্রজনতা আবরারের মতো নিজেদের জীবন বিলিয়ে দিতেও রাজি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে অনুরোধ করবো, ভারত যেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে না পারে আপনি সে ব্যবস্তা গ্রহণ করুন।