

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ও পরীক্ষার অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর ধরে পরীক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে উপহাস করেছে। শিক্ষা খাতকে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ড.মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজ আয়োজিত ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহযোগিতায় ড.মোশাররফ হোসেন ফাউন্ডেশন কর্তৃক দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনা উপজেলার বিভিন্ন কলেজ থেকে ২০২৫ সনে এইচএসসি পরীক্ষায় ৫২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নকল, প্রশ্নফাঁস, সিলেবাস পরিবর্তনের বিশৃঙ্খলা—এসবের কারণে দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশও নষ্ট হয়েছে।
ড. মারুফ হোসেন বলেন, যে শিক্ষা টেকসই হবে, সেই শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজন স্বচ্ছ নীতি, যোগ্য শিক্ষক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা। কিন্তু গত এক যুগের বেশি সময় ধরে যা হয়েছে, তা শিক্ষার চরম অবমূল্যায়ন ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কোনো কার্যকর পরিবর্তন আনতে পারেনি। তিনি শিক্ষা খাতকে পুনর্গঠনের জন্য একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থা নিয়ে যুগপৎ শিক্ষানীতি প্রণয়ন করার কথা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, ড.মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আবদুর রহমান৷
কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এসএম মিজানের সঞ্চালণায় ও সভাপতি মো. কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসেম সরকার, পৌর বিএনপির আহবায়হক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, ড. মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচির সাধারণ সম্পাদক মো. এনামুল হক (সফর তালুকদার) ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ জিন্নাত আলী প্রমুখ৷সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধিরাও৷

