ঢাকা
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৩
প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫
আপডেট: নভেম্বর ২২, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শিশুসহ চারজন নিহত

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শিশুসহ চারজন নিহত হয়েছেন। পাশাপাশি হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সদর উপজেলার গাবতলিতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে শিশুসহ ৪ জন আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাফেজ ওমরকে (৮) মৃত ঘোষণা করেন। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থা আশংকাজনক। এছাড়া, শিবপুর উপজেলার গআজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান (৪০) গাছ থেকে পড়ে যান। পরে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাশ উপজেলার ইসলামপাড়া নয়াপাড়া গ্রামে নাসিরউদ্দিন ভূমিকম্পের সময় ফসলী জমি কাজ করছিলেন। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তিনি দৌড় দেন। একপর্যায়ে রাস্তা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান বলে জানিয়েছে স্থানীয়রা। অপরদিকে, একই উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫) ভূমিকম্পের সময় মাটির ঘরের নিচে চাপা পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ভূমকম্পের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়া, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটিও (প্রডাকশন ট্রান্সফরমার) ভূমিকম্পের ফলে ভেঙে পড়ে। তাছাড়া, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া উৎপাদন ভূমিকম্পের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি ও দূর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি খোঁজ খবর রাখা হচ্ছে বলেও জানায় জেলা প্রশাসন।

প্রসঙ্গত, আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram