

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে কয়েক দিনের ব্যবধানে আবারও ভেসে এল মৃত ডলফিন। প্রায় সাত ফুট দৈর্ঘ্যের এ ডলফিন ইরাবতী প্রজাতির। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকেরাও ভিড় জমান সৈকতে।
রবিবার সকাল নয়টার দিকে জোয়ারে ভেসে এসে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি রেইন্ট্রি বাগান সংলগ্নে ডলফিনটি আটকা পড়ে। এর আগে ২০ আগস্ট এই সৈকতে ভেসে এসেছিল ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। আজ সকালে প্রথম ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য জামাল সৈকতে মৃত ডলফিন দেখতে পায়। এরপর খবর পেয়ে বনবিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরার) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেয়।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য কে এম বাচ্চু বলেন, ‘আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কমেছে। তবে এখনো মাঝেমধ্যে মৃত ডলফিন ভেসে আসে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা ডলফিনের মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক। কারণ, ডলফিন শুধু সমুদ্রের প্রাণী নয়, সমুদ্রের পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ সূচক।’
কুয়াকাটা বনবিভাগের বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন পর পর এসব মৃত ডলফিন ভেসে আসছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।

