শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশের গর্তে পড়েছে যাত্রীবাহী বাস। ছাদ খুলে ঝুলছিলো গাছের ডালে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে। এ ঘটনায় বাসে থাকা চালক হেলপারসহ ৪ ব্যক্তি গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এফকে ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস রাতে ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা ফিরে আসার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের ছাদ ভেঙ্গে গাছের ডালের সাথে ঝুলতে থাকে আর বাসটি রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এতে বাসে থাকা চালক, সহকারীসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরে ঝুলে থাকা গাছের ডাল থেকে ছাদটি নামিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে স্থানীয় সম্রাট নামের এক ব্যক্তি জানান, গভীর রাতে বিকট শব্দ শোনা যায়, এসে দেখা গেল একটি বাস রাস্তার পাশে গর্তে পড়ে আছে এবং বাসের ছাদ মেইন রাস্তার গাছের ডালে ঝুলে রয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে শৈলকুপা আসার সময় বরদা নামক স্থানে এফকে ডিলাক্স নামের একটি বাস খাদে পড়ে যায় ঘটনা সত্য।