বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনের অভিযোগ, হাসপাতালের সিলিন্ডারে অক্সিজেন না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি, পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।
কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এম্বুলেন্স চালক অনুপম চাকমা বলেন, গাড়ীর চাকা ও ব্যাটারি নষ্ট, তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে। আরওমও স্যার নেই, তাই টাকার জন্য চাকা, ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যাক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম, রোগীদের দেখলে খুব খারাপ লাগে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এর পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র এম্বুলেন্স সেটিও নষ্ট। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৪ জন, তারাও ঠিকমত উপস্থিত থাকে না। উর্ধ্বতন কর্মকর্তাকে বার বার জানিয়েও কোন প্রতিকার মিলছে না।
এ বিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খিসার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে, তিনি এখনো যোগদান করেননি। হাসপাতালে একজন কর্তা দরকার সেটি নেই বার বার বলার পরও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইওএইচএফপিও) যোগদান করেননি। দীর্ঘদিন চাকরির সুবাদে ওনাদের পেছনে হয়তো কোন লোক আছে, তাদের টাকা পয়সার অভাব নেই, তাই তাদের চাকরির প্রতি মায়া নেই। তারা জানে ৩-৪ বছর পরে হলেও চাকরি যাবে না, তাই হয়তো এমনটি করেন।
এদিকে হাসপাতালের অবকাঠামোর অবস্থাও নড়বড়ে। বার বার মেরামত করেও অবস্থার কোন উন্নতি করা যাচ্ছে না। অধিক পুরাতন হওয়ায় ঝুঁকি নিয়েই চলে চিকিৎসা কার্যক্রম। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী দ্রুত একটি নতুন হাসপাতাল ভবন নির্মাণ করে উন্নত চিকিৎসার ব্যবস্থা জোরদার করা।