ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতের নাম জিপু সরদার (২৯)। অভিযুক্ত বড় ভাই মনিরুল সরদার (৩৮)। তারা উভয়ে স্থানীয় বাসিন্দা রিকাত সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার (৩৮) ও ছোট ছেলে জিপু সরদার (২৯) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ, হাতাহাতি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই মনিরুল লোহার রড দিয়ে ছোট ভাই দিপুর মাথায় আঘাত করে। দিপুও এসময় তার হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কোপ দিলে বড় ভাই মনিরুলের দুই হাত কেটে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই পরিবারের লোকজন এ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঘার সন্নিকটে পৌঁছালে ছোট ভাই দিপু মৃত্যুবরণ করে। এসময় উল্লেখিত স্থান থেকে আহত বড় ভাই মনিরুলকে সিএনজি ভাড়া করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহত ছোট ভাই দিপুর লাশ এ্যাম্বুলেন্সে করে লক্ষীকুন্ডা নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ অফিসার ও ফোর্স পাঠিয়েছি এবং যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।