ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামের সামনের একটি ডোবার পানিতে ডুবে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো হিজলা গ্রামের শাহীন মিয়ার ছয় বছর বয়সের শিশু পুত্র শাফায়েত হোসেন ও একই বয়সের শাহীন মিয়ার ভাগ্নী মিম আক্তার। নিহত শিশু মিম আক্তার একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। তবে তার মা-বাবা তাদের মেয়ে মীম আক্তারকে মামার বাড়িতে রেখে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হিজলা গ্রামের শাহিন মিয়ার শিশু পুত্র শাফায়েত হোসেন ও তার ছেলের সমবয়সী ভাগ্নী মিম আক্তার রবিবার দুপুরে তারা দুইজন বাড়ির সামনে থাকা একটি ডোবার কাছে খেলা করছিল। খেলার ছলে তারা দুইজনই ওই ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রায় আধাঘন্টা ব্যাপী সময় চেষ্টার পর মৃত অবস্থায় দুই শিশুকে ডোবার পানি থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত ওই দুই শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।