বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার আসামি কে অভিযোগের ৫ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর অভিযান চালিয়ে নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাকফো পুরাতন পাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) এবং সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মেহেদী হাসান (১৯) এর সঙ্গে ভুক্তভোগী তরুণীর এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং সর্বশেষ ৪ মার্চ বিবাহের প্রলোভনে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ৫ মার্চ রাতে মেহেদী হাসান আরও তিন বন্ধুকে নিয়ে ভুক্তভোগীর বাসায় দেখা করতে আসে। আগের দিনের ঘটনার বিষয়ে সবাইকে জানিয়ে দিবে বলে শারীরিক সম্পর্ক করতে চায়। কিন্তু তরুণী রাজি না হলে তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে মেহেদী হাসানসহ তার তিন বন্ধু মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এ ঘটনায় ২৫ মার্চ দুপুরে তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত ৪ জন আসামিকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ। আটককৃতদের বুধবার (২৬ মার্চ) নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।