বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আপন ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম চলছে। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বাবুগঞ্জের রহমতপুর মীরগঞ্জ সড়কের বকুলতলা নামক স্থানে আব্দুস সাত্তার খান মোটরসাইকেল যোগে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এ সময় আহত অবস্থায় তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকায় রওনা হলে পথিমধ্যে গুরুতর আহত আব্দুস সাত্তার খানের মৃত্যু ঘটে।
এদিকে তার লাশ নিয়ে উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের বাড়িতে আসলে অন্যান্য স্বজনদের মতো তার আপন বড় বোন লুৎফুন্নেসা বকুল বেগম ছুটে আসেন ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে। গতকাল সন্ধ্যার দিকে ছোট ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের লাশ দেখে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। ভাই হারানোর শোক কাটিয়ে উঠতে না পেরে ঘটনাস্থলে হার্ট এ্যাটাকে মৃত্যু ঘটে বোন বড় বোন লুৎফুন্নেসা বকুলের। একই পরিবারের ভাইয়ের মৃত্যুর সংবাদে বোনের মৃত্যুর এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকার জুড়ে চলছে শোকের মাতম।
আব্দুস সাত্তার খান বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী এবং তার বড় বোন লুৎফুন্নেসা বকুল উপজেলার খানপুরা গ্রামের মৃত আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মিলন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর মাতা।