চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সড়কের আতাহির বুলুনপুর নামক স্থানে ট্রাকের সাথে ট্রলির সংঘর্ষে ১ জন নিহত এবং অপরজন আহত হয়েছে।
নিহত হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজলার ফেটগ্রামের আসাদ আলীর ছেলে মোঃ আল-আমিন (২৮) এবং একই উপজেলার চকশল্লা গ্রামের নুরুল ইসলামের ছেলে ট্রলি যাত্রী মিলন হোসেন গুরুত্বর আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার বেলা পৌনে ১১ টার সময় সদর উপজেলার নয়াগোলা-আমনুরা সড়কের আতাহির বুলুনপুর নামক স্থানে একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রলির সংঘর্ষ হয়। এসময় ট্রলিচালক আল-আমিন ঘটনাস্থলে মারা যায় এবং ট্রলি যাত্রী মিলন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত মিলনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত টিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং ঘটনার পর ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন রয়েছে।