গাজীপুরে আজও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে মহাসড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও ঈদ বোনাস নিয়ে তালবাহানা করছে। ৮০০ টাকা করে ঈদ বোনাস দেয়া হবে মালিক পক্ষের ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। তারা বেসিক বেতনের অর্ধেক ঈদ বোনাস, নাইটলাউন্স, মাতৃত্বকালীন ছুটিসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।
পুলিশ জানায়, নানা দাবি নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইসমক্স কারখানার শ্রমিকরা। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।