কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ভিমরুলের কামড়ে মোঃ মাজেদ হাওলাদার (৫০) নামের এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদ হাওলাদার কচুয়া গ্রামের মৃত মোঃ পনু হাওলাদারের ছেলে ও সাবেক সেনা সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির পাশের বাগানে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গাছে ওঠে, এ সময় মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া পড়ায় ভীমরুল মাজেদকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে অসুস্থ অবস্থায় মাজেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।