ঢাকা
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৬
প্রকাশিত : মার্চ ১২, ২০২৫
আপডেট: মার্চ ১২, ২০২৫
প্রকাশিত : মার্চ ১২, ২০২৫

নির্বাচনের সাড়ে তিন বছর পর চেয়ারম্যান নির্বাচিত হলেন শামসুজ্জামান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: নির্বাচনের সাড়ে তিন বছর পর গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আদালতের রায়ে বিজয়ী ঘোষিত হলেন শামসুজ্জামান জামাল।

২০২১ সালে অনুষ্ঠিত সহনাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শামসুজ্জামান এর থেকে ২৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের এই ফলাফলকে চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আদালতের শরণাপন্ন হন লাঙ্গল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শামসুজ্জামান।
দীর্ঘ আইনী প্রক্রিয়ায় ভোট পুনঃগণনা করা হয়। এতে দেখা যায় নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন কাদের রুবেল পায় ৫৯৫৮ ভোট এবং লাঙ্গল প্রতীকের মোঃ শামসুজ্জামান পান ৬২২৪ ভোট। তাতে মোঃ শামসুজ্জামান ২৬৬ ভোট বেশি পান।

মামলায় সকল স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্বাচনী ট্রাইবুনালের বিচারক ও সদর সিনিয়র সহকারী জজ, ময়মনসিংহ পবন চন্দ্র বর্মন লাঙ্গল প্রতীকের মোঃ শামসুজ্জামানকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনী ট্রাইবুনালের বিচারক ও সদর সিনিয়র সহকারী জজ, ময়মনসিংহ পবন চন্দ্র বর্মন বিগত ২৮/০১/২০২৫ইং তারিখ এর স্বাক্ষরিত আদেশে বলেন ২৬/১২/২০২১ইং তারিখে গৌরীপুর উপজেলাধীন সহনাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিগত ১৩/০১/২০২২ইং তারিখের চূড়ান্ত ফলাফল এতদ্বারা বাতিল ঘোষণা করা হলো। পুনঃ ভোট গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান, পিতামৃত- ইন্তাজ আলী (চেয়ারম্যান পদপ্রার্থী) সাং- গিদাউষা, ইউনিয়ন সহনাটি, উপজেলা -গৌরীপুর, জেলা- ময়মনসিংহকে বিজয়ী ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা করতে সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকাকে নির্দেশ প্রদান করা হয়।

নির্বাচনের ফলাফল সম্পর্কে মোঃ শামসুজ্জামান বলেন, আমার আইনের প্রতি বিশ্বাস ছিল, তাই দেরিতে হলেও আমি সুবিচার পেয়েছি। আমার এলাকার সকল জনগণকে আমার এই বিজয় উৎসর্গ করছি। নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram