দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ভুক্তভোগী ঐ নারী শ্বশুরবাড়িতে গৃহস্থালির কাজ করছিল। এ সময় স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে ঢুকে ঐ গৃহবধূকে জড়িয়ে ধরে।
ওসি মো. জাকারিয়া আরো বলেন, পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে দেয়। আটক আব্দুর রহমানের বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী।