ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:২১
প্রকাশিত : মার্চ ১২, ২০২৫
আপডেট: মার্চ ১২, ২০২৫
প্রকাশিত : মার্চ ১২, ২০২৫

শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষ, মহিলাসহ আহত ২০

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাড়ইপাড়া গ্রামের মন্টু মোল্লা একই গ্রামের লিখনের কাছে ১ হাজার টাকা ধার দিয়েছিল। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে বুধবার সকালে উজ্জ্বল ফারুকের সমর্থকদের সাথে জলিল খানের সমর্থকরা ঢাল সরকি রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে মজনু, উজ্জল, জান্নাত, স্বপন, আমির হোসেন, বকুল হোসেন, সাইদুর রহমান, আইয়ুব খান, জিকু, আবেদ আলী, সবুজ, জাহানারা ও হাজের বেগমসহ উভয় গ্রুপের মহিলাসহ ২০ জন গুরুতরভাবে আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্বপনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।

এ ব্যাপারে স্থানীয় মজনু নামের এক ব্যক্তি জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, বাড়ইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতে ও আজ সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram