জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল চাপায় মনির আহমদ (৭৩) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের সফরাবাদ গ্রামের নিজ বাড়ির সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মনির আহমদ নিজ বাড়ি থেকে পায়ে হেটে স্থানীয় নবাবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে মৃত্যুবরণ করেন। তিনি সফরাবাদ গ্রামের মরহুম মকবুল আহাম্মদের ছেলে।