রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) বিকেল ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ভাদালেপোল এলাকায় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। এসময় তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।
নিহত জোহরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, “রেললাইনের উপর থেকে ছাগল আনতে গিয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের পাশে জোহরার তিনটি ছাগল বাঁধা ছিল। বিকেলে সেই ছাগল আনতে যান জোহরা। এর মধ্যে ২টি ছাগলের দড়ি কোনোভাবে রেললাইনের সাথে পেঁচিয়ে যায়। দড়ির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এসময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা যায়।