হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় শখের বশে নিজের তৈরি করা বিমানে উড়ে ভাইরাল হওয়া জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপজেলার ষাইটঘর তেওতা এলাকার ২৮ বছর বয়সী এই তরুণ উদ্ভাবকের অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা দেখে তারেক রহমান তার সহায়তায় এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির কান্ডারি আফরোজা খান রিতা।
রিতা জানান, তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বুধবার দুপুরে উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় জুলহাসকে সহযোগিতার জন্য তার নিজ হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।
জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার জলিক মোল্লার ছেলে। যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটঘরের তেওতা এলাকায় বসবাস করেন তারা। জুলহাস ২০১৪ সালে জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে জীবিকার তাগিদে তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন। ছোট বেলা থেকেই ‘প্লাস্টিক কাটাকাটি করে’ কিছু বানানোর চেষ্টা করা জুলহাস মঙ্গলবার তার নিজের তৈরি রিমোট কন্ট্রোল বিমানে আকাশে উড়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, “জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারেক রহমান সবসময়ই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তারেক রহমানের নির্দেশে জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছি।”প্রতিভাবান সকল মানুষের পাশে ভবিষ্যতে থাকবেন ও সহযোগিতার আশ্বাস দেন।