ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন (৪২) নামের একজন ফটোস্ট্যাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টায় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিহারীনগর নামক পার্শ্বে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু এলাকার বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।
জানা গেছে, নিহত কামাল হোসেন ব্যবসায়িক কাজে বুধবার সকালে ধামইরহাট থেকে নিজ ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে নওগাঁ জেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিহারীনগড় এলাকায় পৌছলে জয়পুরহাট জেলার দিকে আসা একটি হানিফ গাড়ির (যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব ১৪৫৫৯২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কামাল হোসেন মারা যায়।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় দাফন কাজ সম্পন্ন করার জন্য মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত চালক এবং হেলপারকে আটক প্রক্রিয়া চলমান রয়েছে।