রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি রিসোর্ট ও রেস্টুরেন্ট পুড়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেকের রুইলুই পর্যটন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুপুরে আগুন লেগে সাজেক ভ্যালির পূর্ব পাশের অন্তত ৩০টি রিসোর্ট পুড়ে গেছে। সামনে সংখ্যা আরো বাড়তে পারে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হয়েছেন, কিছুক্ষণের মধ্যে তা পৌছবে।
তিনি জানান, পানির ব্যাপক স্বল্পতা রয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রেণে আনা সম্ভব হয়নি।
জানা যায়, আগুনে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ অন্তত ৩০টি রিসোর্ট ও রেস্টুরেন্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানান, সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে। স্থানীয় কটেজ মালিক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্মিলিত ভাবে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারা জানান, দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দীঘিনালা ফায়ার স্টেশন কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া বলেন, ‘আমরা সাজেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এখানে পানির সংকট রয়েছে। কোনভাবেই পানির ব্যবস্থা করা যাচ্ছে না।’প্রশাসনের ধারণা, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।