মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বোনের বাড়ির বিভেদ মেটাতে গিয়ে মহি উদ্দিন (৪০) নামের এক প্রবাসী নিহত হয়েছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টায় উপজেলার কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনসুন্দর নোয়াপাড়া এলাকায় গরু ব্যাপারীদের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নন্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর আগে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর বাজারের নোয়াপাডা এলাকার মিসির আহমেদের ছেলে শরীফের সাথে বিয়ে হয় নিহত মহি উদ্দিনের ছোট বোন সেলিনা আক্তারের। বিয়ের পর থেকেই শরীফ তার স্ত্রী সেলিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিতো। সর্বশেষ শুক্রবার দিনভর সেলিনার বাবার বাড়ি থেকে প্রাপ্য জমি ভাগের টাকা আনতে মারধর ও নির্যাতন করে শরীফ। এই খবর পেয়ে ওমান থেকে ১৫ বছর পর দেশে আসা সেলিনার বড় ভাই মহি উদ্দিন বিবাদ মিটাতে তার আত্মীয়স্বজন নিয়ে বোনের স্বামীর বাড়িতে যান। সেখানে বাকবিতন্ডার একপর্যায়ে সেলিনার স্বামী শরীফ, তার বাবা-মাসহ কয়েকজন মিলে মহি উদ্দিনকে কিল-ঘুষি মারতে থাকে। কিল-ঘুষিতে মাটিতে পড়ে যান মহি উদ্দিন। এসময় ভাইকে বাঁচাতে আসলে সেলিনার একটি পা ভেঙ্গে দেয় স্বামীর পরিবারের লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ১১ টায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে নিহত মহি উদ্দিনের ছোট বোন সেলিনা আক্তার বলেন, শুক্রবার সারাদিন বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য আমাকে মারধর করার খবর শুনে আমার ভাই মারধরের বিষয়ে জানতে ও সংসারের শান্তি ফিরিয়ে আনতে আলোচনার জন্য স্বামীর বাড়িতে আসেন। এসময় আমার স্বামী শরীফ, শ্বশুর-শ্বাশুড়ি এবং তাদের আত্মীয় স্বজনরা মিলে আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। আমি বাঁধা দিতে গেলে আমাকেও মারধর করে আমার একটি পা ভেঙ্গে ফেলে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, মহি উদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক বিবাদ মিটাতে বোনের বাড়িতে গিয়ে বোনের স্বামী ও তার পরিবারের লোকজনের হাতে মারধরের শিকার প্রবাসীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছি।