বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে রাফি (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২নং জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় সেচ প্রকল্পের নিকটে বড়াল নদীর পানিতে ডুবে রাফি নামে ওই শিশুর মৃত্যু ঘটে। রাফি ওই এলাকার মিজানুর রহমান ও আদিনা দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফির বাবা ও মা ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। রাফি দাদী বিজলী বেগম (৫০) এর সঙ্গে নিজ বাড়িতে থাকেন। তাদের বাড়ি বড়াল নদীর নিকটে হওয়ায় ঘটনার দিন দুপুর ১২ টার দিকে দুই ভাই নদীতে পাড়ে খেলা করতে গেলে রাফি পা পিছলে নদীতে পড়ে যায়। ওই অবস্থায় তার ছোট ভাই সাফিন (০৩) বাড়িতে খবর দিলে পরে লোকজন এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। ওই এলাকার স্থানীয় মেম্বার আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসালাম জানান, এ বিষয়ে তিনি এখনো অবগত নন।