ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:০৮
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ও র‍্যাব। এ ঘটনায় ৭ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারি) ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফনদীর মোহনায় অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‍্যাব ভোরে নাফনদীর মোহনায় যৌথ অভিযান চালায়। অভিযানকারী দলের সদস্যরা একপর্যায়ে মায়ানমার থেকে আসা সন্দেহজনক একটি ট্রলারকে থামার সংকেত দেন। এ সময় অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া দিয়ে নৌযানটি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম আরও বলেন, ট্রলারে থাকা ৭ রোহিঙ্গা মাদক পাচারকারীকে অভিযানকারী দল আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশি করে একটি বস্তা জব্দ করা হয়। ওই বস্তায় ২ লাখ ইয়াবা পাওয়া যায়। শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram