কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন- লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতুব্বর।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, আন্তর্জাতিক মানব পাচার চক্রের অংশ হিসেবে লিপন ও আনোয়ার বাংলাদেশি নাগরিকদের ইতালিতে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার করত। সেখানে তাদের আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হতো এবং স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো।
এর আগে, একই অভিযোগে মিলন মাতুব্বর নামে আরও একজনকে গ্রেফতার করে। তিনি লিবিয়ায় থেকে মানব পাচার চক্র পরিচালনা করতেন। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে। এছাড়া, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হওয়া তিন তরুণের ঘটনায় মানব পাচার আইনে আরেকটি মামলা দায়ের হয়। এ মামলায় হান্নান মাতুব্বর ও তার ছেলে তুহিন মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরও জানান, মানব পাচার একটি ভয়াবহ অপরাধ। যারা এই চক্রের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীদের সহায়তায় র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে কাজ করছে। মানব পাচার ও নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান র্যাব-১০ এর কর্মকর্তা।