ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১:২২
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

সম্রাটের নেতৃত্বে সুত্রাপুরে ৪৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণ সুত্রাপুর থানা ৪৩নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয় যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মুকিত হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ৪৩ নং ওয়ার্ড সুত্রাপুর থানা যুবদল আহ্বায়ক সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক এবং সঞ্চালনায় ছিলেন সুত্রাপুর থানার ৪৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রাজিব হোসেন তনু।

এসময় আরো উপস্থিত ৪৩ নং বিএনপি সভাপতি কাজী আব্দুল কাইয়ুম, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফয়েজ আহমেদ, সুত্রাপুর মহিলা দলের সভাপতি মমতাজ জাফর, সাধারণ সম্পাদক শামীমা আহমেদ এবং বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এবং সেই সাথে বলেন, আমাদের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। আমি গর্বিত ৪৩ নং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের একসাথে দেখে। আমরা ঐক্যবদ্ধ থেকে আগামীর দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার মত এই দেশকে এবং দেশের জনগণকে নির্যাতিত হতে দেওয়া হবে না, সেই দিকে আমাদের সকল বিএনপি নেতাকর্মীদের বিশেষ করে যুবদলের কর্মীদের সজাগ থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, স্বৈরাচার সরকার আমলে আমাদের কোন মিটিং মিছিল করতে দেয় নাই। তবুও আমাদের দেশনায়ক তারেক রহমান যখনই নির্দেশ দিয়েছেন, সকাল এগারোটার সময় কর্মসূচি সেই কর্মসূচি রাত এগারোটাতে হইলেও আমরা হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলাম। সেই কর্মসূচির অপেক্ষায় তা পার্টি অফিসের সামনে হোক বা প্রেসক্লাবের সামনে, আমরা সেই দিনগুলি ভুলি নাই, অক্ষরে অক্ষরে সেই মর্যাদা আমরা আপনাদের দেবো। তবে কোন ধরনের বিএনপি'র মান ক্ষুন্নতা না করার নির্দেশ দেন এই নেতা।

এদিকে সুত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এবং গণমানুষের অধিকার আদায়ে সকল ধরনের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।

অন্যদিকে কর্মীসভার সঞ্চালনায় ছিলেন ৪৩ নং ওয়ার্ড সুত্রাপুর থানা যুবদলের সদস্য সচিব রাজিব হোসেন তনু। তিনি বলেন, আমাদের কর্মীসভার সকল সিনিয়র নেতাদের প্রত্যেকটি কথা আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। এবং আমাদের কোন নেতাকর্মী যদি কোন ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাহলে আমরা তাকে এক চুল পরিমাণ ছাড় দেব না। আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছি এবং আগামীতেও করব ইনশাআল্লাহ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram