মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে উৎসব, উদ্দীপনা, আনন্দমুখর পরিবেশ ও কোন ধরনের অভিযোগ ছাড়াই মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিতি এমদাদুল হক খান নির্বাচনে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের সমর্থন নিয়ে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা বিএনপি’র আহবায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। এবারের নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কোন আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেননি।
এদিকে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাত দশ টার পরে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী সমর্থক আনোয়ার হোসেন আরমিন পেয়েছেন ১৩০ ভোট ও জালালুর রহমান পেয়েছেন ১৩০ ভোট। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিন্দন্দ্বী ২৯ ভোট পেয়েছেন মো. সেলিম মিয়া। সহ সভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-০১ পদে শাকিলা পারভীনের বাক্সে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার প্রতিন্দন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন।
যুগ্ম সাধারণ সম্পাদক-০২ পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিন্দন্দ্বী ৮৮ ভোট পেয়েছেন মো. মফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন রানা পেয়েছেন ১২২ ভোট। আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হন, লাইব্রেরী সম্পাদক পদে মুনির হাসান মিঠু পেয়েছেন ১৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা দেওয়ান ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল পেয়েছেন ১৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮০ ভোট পেয়ে পরাজিত হন সাইদুর রহমান সাগর এবং সাধারণ সদস্য পদে ৫ বিজয়ীর মধ্যে সৈয়দা তাহমিনা খানম তুলি পেয়েছেন ২১২ ভোট, মো. এনামুল হক পেয়েছেন ১৮৫ ভোট, আব্দুস সালাম ১৮৩ ভোট, ১৬৮ ভোট পেয়েছেন ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৪৭ ভোট।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়ে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার ঝামেলা ছাড়াই এমন সুন্দর নির্বাচন উপহার পেয়ে খুশি প্রার্থীরা। তাদের কারোই ছিল না কোন ধরনের অভিযোগ।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ জানিয়েছেন, ‘মাদারীপুর আইনজীবি সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টি পদেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, কর্মী কিংবা সমর্থক বিজয়ী হয়েছেন। তবে এবারের নির্বাচনে সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোন নেতা অংশগ্রহণ করেননি। আওয়ামী লীগের দলীয় পদে থাকা কোন আইনজীবী নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তিনিও অন্য সবার মতন বিজয়ী হতেন বলে আমি মনে করি। যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সকাল থেকেই মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সারাদিনেও নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন ধরনের বিশৃংখলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।