পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বাইপাস সড়কের হাজীরমোড় নামক স্থানে মোটরসাইকেল আরোহী বালুর ট্রাককে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা এস এ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং আশংকাজনক একজনকে দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
আজ বুধবার আনুমানিক সকাল ৮টার সময় শহরের পাশে বাইপাস সড়কের হাজীরমোড়ে ৩ মোটরসাইকেল আরোহী ও রাজমিস্ত্রী কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় নিহতরা হলেন, মৃত অমৃত কুমার রায়ের ছেলে শ্রী শুকদেব কুমার রায় (৪০) ও বুলু হকের ছেলে শাহিনুর আলম (৩৫)।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত ব্যক্তি সাজেদুর রহমানের পা ভেঙ্গে গেলে তাকে দিনাজপুুর মেডিকেলে পাঠানো হয়। মৃত ব্যক্তিদেরকে স্বজনরা নিয়ে গেছে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এস এ পরিবহনের চালক ইলিয়াস আলী মোল্লাকে আটক করা হয়েছে বলে জানান।