ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৫
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

দেশকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলো আ.লীগ: নুরুল ইসাম নয়ন

মনপুরা (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলো। আমরা এমনও দেখেছি; দেশে শেয়ার মার্কেট ছিলো কিন্তু শেয়ার মার্কেটে ৩২ লক্ষ যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা গত ১৬ বছরে পাইনি। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত হয়েছিলো।

মঙ্গলবার সন্ধ্যায় ভোলার মনপুরা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার হাজিরহাট বাজার সদর রোডে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে আপোষহীন নেত্রী হিসেবে খেতাবপ্রাপ্ত হয়েছেন। এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমার্থক শব্দে পরিণত হয়েছেন।

তিনি আরও বলেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিলো; কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিলো না। নামমাত্র একটি পার্লামেন্ট ছিলো; কিন্তু পার্লামেন্টের কোন কার্যকারিতা ছিলো না। নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিল না, নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ। র‍্যাব ছিলো, পুলিশ ছিলো, কিন্তু র‍্যাব, পুলিশের আতঙ্কে আমরা ঘরে ঘুমাতে পারি নাই। প্রশাসন ছিলো, কিন্তু নিরপেক্ষতা ছিলো না।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন, যারা মনে করেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, যা খুশি তা করবেন; কিন্তু না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের কষ্ট হতে পারে, বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ন হতে পারে, এমন কোন অন্যায় কাজ তিনি বরদাস্ত করবেন না। তারেক রহমান গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন। ইতোপূর্বে যারা ক্ষমতায় ছিলো তারা এই চরফ্যাশন মনপুরাকে তাদের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিলো। এমনকি স্থানীয় নির্বাচনে উপজেলা, ইউনিয়ন, পৌরসভার প্রার্থীতা বেচাকেনা হতো। আপনারদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি রাজনীতি করার সুযোগ পাই তাহলে এসকল পদপদবী বেচাকেনা বন্ধ হয়ে যাবে। ওই প্রার্থী হওয়ার জন্য এক কাপ চাও খাওয়াতে হবে না। কিন্তু যার তার হাতে এই প্রার্থীতা তুলে দেয়া যাবে না।

বিগত জুলাই-আগস্ট বিপ্লবে চরফ্যাশন ও দেশের প্রত্যন্ত অঞ্চলের শহীদদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম নয়ন। আওয়ামী লীগের পতনের পর প্রথমবারের মতো মনপুরায় আগমন উপলক্ষে নুরুল ইসলাম নয়নকে এই গণসংবর্ধনা দেওয়া হয়। বিকেলে চরফ্যাশন থেকে স্পীডবোট যোগে মনপুরায় আসলে তাকে হাজার হাজার নেতাকর্মী ফুল ছিটিয়ে বরণ করেন। এবং মঞ্চে তাকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের ডালা দিয়ে সংবর্ধনা ও বরণ করা হয়।

উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত গণসংর্বধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম কায়েদ, চরফ্যাশন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সামসুদ্দিন মোল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার।

এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদল নেতা সাজ্জাদুল হানিফ সাজ্জাদ, সাইফুল ইসলাম তুহিন, আরিফুল ইসলাম সোহেল, দারুস সালাম থানা ঢাকা মহানগর উত্তর মনিরুল ইসমাম মনির, সাবেক যুবদল নেতা মাহবুব মঞ্জু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক মানবাধিকার সম্পাদক আবদুল আজিজ রুমি, কেন্দ্রীয় যুবদল নেতা আদনান বাবু, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি আরাফাত রহমান রাজীব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক সেলিম মোল্লা, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজ পালোয়ান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড-খণ্ড মিছিলে মুখরিত হয়ে কানায় কানায় ভরে উঠে মনপুরা উপজেলার হাজীর হাট বাজার।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram