কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মিমিয়া আক্তার নামের ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতরী বাদঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের মো.মিরাজ হাওলাদারের মেয়ে।
শিশুটির দাদা নুরুল হক জানায়, দাদার অজানতে পিছনে পিছনে সবজি খেতে গেলে শিশুটি সবার অগোচরে পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে বাড়ির লোকজন খুঁজে না পেয়ে পুকুরে পড়েছে সন্দেহে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জেএইচ খান লেলিন, আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।