শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গাছে ঝুলন্ত অবস্থায় মিঠুন হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে ভাটই বাজার এলাকার রাস্তার পাশে। মাঠের মধ্যে একটি খই গাছের সাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত মিঠুন উপজেলার গোয়ালবাড়ি গ্রামের ইউনুস আলী ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে মিঠুনের চাচা মনোজ মিয়া জানান, সকালে মিঠুন বাড়ি থেকে বের হয়ে বাড়ি পৌঁছায়নি। সে মানসিক ভারসাম্যহীন। আমরা তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম গলায় গামছা পেঁছিয়ে সে একটা গাছে ঝুলছে।
এ ব্যাপারে ভাটই বাজার এলাকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে একটি খই গাছে গামছা পেচিয়ে ঝুলে থাকা থেকে মিঠুন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে মারা গেছে তার রহস্য এখনো উদঘাটন করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।