চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় দু’জনকে ১৫ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। দন্ডিতরা হলো- জেলার গোমস্তাপুরের নরশিয়া গ্রামের মোঃ ফয়মদ্দিনের ছেলে মামুন (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া (৩৫)।
আজ সোমবার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভোলাহাটের বড়জামবাড়িয়া এলাকায় র্যাব-৫ রাজশাহীর অভিযানে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ আটক হয় মামুন ও দুলু। এ ঘটনায় র্যাবের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান ওই দু’জনকে আসামি করে পরদিন ২০২০ সালের ১ জানুয়ারি ভোলাহাট থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এবং ভোলাহাট থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ২০২০ সালের ৩১ জানুয়ারি ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা করেন। বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমানাদি শেষে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।