মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মোঃ হৃদয় নিহত ও তিনজন আহত হয়েছেন।আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত মোঃ হৃদয় টাঙ্গাইল জেলার সিংনা গ্রামের ফরহাদ খানের ছেলে ও ডেমরার শুকুরশী এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া। আহতরা হলেন- মোঃ বাবু (২০), ড্রাইভার মোঃ সারফিন (৫৫) ও মোঃ নাজমুল হোসেন (৩৫)।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ডেমরার রাসেল ব্রিজ সংলগ্ন ঢাকা ডেমরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
থানা ও নিহতের স্ত্রী নার্গিস জানান, এস এম কার্গো সার্ভিসের ঢাকা মেট্রো-ট ২২-৩৯-৮৯ কাভার্ড ভ্যান চালক মোঃ হৃদয় গাড়ি থামিয়ে তৈল নেয়ার জন্য অপেক্ষা করছিল। এমন সময় পিছন থেকে আসা জনসেবা এক্সপ্রেস পার্সেল ঢাকা মেট্রো -ট ১১-৫৩-৫০ ডিস্ট্রিক্ট কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা এস এম কার্গো সার্ভিসের ড্রাইভার মোঃ হৃদয় নিহত হন। আশংকাজনক অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।