রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের উদয়পুর এলাকায় গ্রামীণ পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও দুই কিশোর আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
নিহত রাসেল মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। লেখাপড়া বাদ দিয়ে রাসেল বাবার সঙ্গে কৃষি কাজ করতেন।
আহতরা হলেন- মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সোবান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৭) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)। আহত ইমরান ও রনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাসেলের চাচা মো. রুবেল হোসেন জানান, রাসেল নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। বৃহস্পতিবার রাতে সে তার দুই বন্ধু ইমরান ও রনিকে সঙ্গে নিয়ে হাবাসপুরের দিকে ঘুরতে যাচ্ছিল।
পথে উদয়পুর এলাকায় পৌঁছালে রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইমরান ও রনিও ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর নেয়ার পথে মারা যায় রাসেল। আহত ইমরান ও রনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নাসির মণ্ডল জানান, কিশোর রাসেল মণ্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।