সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি স্থানীয় চকচকিয়া হাসানগঞ্জ বাজারে মুদির দোকান করতেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সালাম প্রতিদিনের মত বুধবার রাত ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার সকালে পথচারীরা বাড়ির পাশে একটি লেবু বাগানে আব্দুস সালামের গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে নিহতের স্ত্রী বাছাতন নেছা বলেন, আমার স্বামী গত রাতে বাড়ি ফিরে না আসায় সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। যারা আমার স্বামীকে জবাই করে মারল আমি তাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, খবর পেয়ে লাশের প্রাথমিক সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দ্রুতই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং দায়ীদের গ্রেফতার করা হবে।