ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:১৩
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫
আপডেট: জানুয়ারি ২২, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

রংপুরে কুয়াশাচ্ছন্ন সড়কে দুর্ঘটনার কবলে ৪ যাত্রীবাহী বাস, আহত ৭

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: মিঠাপুকুরে কুয়াশাচ্ছন্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে চারটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন। কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর-বলদিপুকুরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আরবিএস ট্রাভেলস, রানী পরিবহন ও অপু পরিবহনসহ যাত্রীবাহী আরেকটি বাস মহাসড়কের জায়গীর-বলদিপুকুরের মাঝামাঝি (চায়না কোম্পানি সংলগ্ন) পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় একে একে চারটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসগুলোর সামনের গ্লাস ভেঙে গেছে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ৭ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত বাসগুলো ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। রেকারিং করে গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী পরিবহন করে এমন ট্রাক চলাচল করে থাকে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়েছিল, এ কারণে হয়তো বাস চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ধাক্কা দেয়। কুয়াশায় অনেক জায়গায় দৃষ্টিসীমা কমে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সাথে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram