ঢাকা
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:২৭
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৫
আপডেট: জানুয়ারি ২১, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৫

বিরামপুরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ একজন আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় প্রায় দেড় কোটি টাকার ১২ টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় বিরামপুর উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান ডিউটি ও ওয়ারেন্ট তামিল পরিচালনাকালীন অভিযান চালায় বিরামপুর থানা পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে বিরামপুর উপজেলার ০১ নং মুকুন্দপুর ইউনিয়নের বাজারের ভিতর দিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক এর নির্দেশনায় এসআই(নিঃ) দুলু মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জয়দেব মহন্তকে(৪৩) মুকুন্দপুর বাজারে মঞ্জুরুল ইসলামের দোকানের সামনে আটক করে। আসামি জয়দেব মহন্ত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে।

পরবর্তীতে তল্লাশি করে আসামির পরিহিত জিন্সপ্যান্টের বেল্টের নিচে প্যান্টের বেল্ট হুগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১২ পিস স্বর্ণের বারসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় যাহার মডেল-VIVO-1938। উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের মধ্যে ০৯ (নয়) টি স্বর্ণের বারের ওজন ৯০০ গ্রাম এবং অপর ০৩ (তিন) টি স্বর্ণের বারের ওজন ৩৫০গ্রাম, সর্বমোট ১২৫০(এক কেজি দুইশত পঞ্চাশ) গ্রাম। স্বর্ণের বারগুলো আসল ও খাটি স্বর্ণ এবং প্রতিটি স্বর্ণের বার ২৪ ক্যারেটের। যাহার বর্তমান বাজার মূল্য-১,৩৯,১৮,১২৫/- (এক কোটি উনচল্লিশ লক্ষ আঠার হাজার একশত পঁচিশ) টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram