চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ-চৌকা সীমান্তে উত্তেজনার পর স্বাভাবিক হয়েছে সীমান্তের পরিস্থিতি। কৃষি কাজে মাঠে ফিরেছে সীমান্তের কৃষকরা। কৃষকরা তাদের জমিতে স্বাভাবিক কাজকর্ম করছেন বলে জানিয়েছেন বিজিবি।
পাশাপাশি সর্তক অবস্থান নিয়ে টহল কার্যক্রম জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি। এমনকি কৃষক ছাড়া সীমান্তের জিরো লাইনের আশপাশে উৎসুক জনসাধারণকে যেতে দিচ্ছেন না বিজিবি সদস্যরা। এ নিয়ে জনসচেতনতায় সীমান্ত এলাকার জনগণ ও জনপ্রতিনিধির সাথে নিয়ে মতবিনিময় সভাও করেছেন বিজিবি এবং এই কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয়রা জানিয়েছেন, ফসল কাটাকে কেন্দ্রে করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী সীমান্তের সাধারণ নাগরিকদর মাঝে যে চাপা আতঙ্ক ছিল সেটিও এখন স্বাভাবিক হয়েছে। কৃষকরা কৃষি জমিতে কাজ শুরু করছেন। তবে উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্ত এলাকায় উৎসুক জনতার আগমনে কৃষকের ফসল নষ্ট হওয়ায় কৃষক ছাড়া সীমান্তের জিরো লাইনের আশপাশে বহিরাগত কাউকে যেতে দিচ্ছেনা বিজিবি। এতে খুশি সীমান্তের বাসিন্দারা।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আজ সোমবার সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কৃষকদের মাঠে যেতে কোনো সমস্যা নেই। তারা ক্ষেতে যাচ্ছেন এবং কৃষিকাজ করছেন। কোনো সমস্যা হচ্ছে না। তবে সীমান্ত এলাকায় বহিরাগতদের না যাওয়ার অনুরোধ জানিয়ে কৃষক ও স্থানীয় জনসাধারণের ফসলের মাঠ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানিয়েছেন বিজিবি অধিনায়ক।’
উল্লেখ্য, গত শনিবার ফসল কাটাকে কেন্দ্র করে পাল্টাপাটি অভিযোগে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ-চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকেদর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পাথর নিক্ষেপ করে। এতে বিজিবি সদস্যসহ বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়। পরে পতাকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয় এবং এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে।